sliderস্থানীয়

উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আশিকুর রহমান লিমন, (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পুকুরে ডুবে ১৮ মাস বয়সী শিশু সিফাত বাবুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামে সোমবার (৯ মে) সকাল আনুমানিক ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত বাবু ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সিফাত বাবু কে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন খানে খোঁজাখুঁজি করে কোথাও না পায়। পরে নিজ বাড়ির পশ্চিম পাশে বাঁশ ঝাড় সংলগ্ন পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করার পর হাসপাতলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি খোঁজখবর নেবেন বলে জানান। ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button