
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, অধ্যাপক এম এ মতিন এমপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কমৃকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৩৩৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১মাস বয়সী ৭ হাজার ১৫২ জন ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৫৪ হাজার ৬৭২ জন শিশুকে ভিটামিন‘এ’ প্লাস ক্যাপসূল খাওয়ান হবে।