কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর র্যাব-১৩।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উলিপুর উপজেলার পৌরশহরের রামদাস ধনিরাম(খেয়ার পাড়) কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশ থেকে ১০গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে র্যাব-১৩ এর এসআই তাজ উদ্দিন আহম্মেদ বাদী হয়ে উলিপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন- পৌরসভার রামদাস ধনীরাম(খেয়ার পাড়) এলাকার চাঁন মিয়ার পুত্র তৌফিক আলম(২১), পৌরসভার পাঠানপাড়া এলাকার মন্জু মিয়ার পুত্র রাকিবুল হাসান হৃদয়(২১), রামদাস ধনীরাম আমিন মোড় এলাকার ইনামুল হকের পুত্র এবিএম সাইদ(২০) ও সবুজপাড়া এলাকার নুর হকের পুত্র জীবন সরকার জাহিদ(১৯)।
বুধবার(৯ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক ৪জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।