বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ৬ষ্ঠ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ফরিদপুরে দুইটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে বোয়ালমারীতে চার বারের মত নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া (দোয়াত কলম) এবং আলফাডাঙ্গায় কাজী মনিরুল হক (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হয়। এদিন কয়েকটি বিছিন্ন ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া (দোয়াত কলম) প্রতীক নিয়ে ৪৩২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা যুবলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু (ঘোড়া) প্রতীকে ৩৪৩৫৫ ভোট পেয়েছেন। এ উপজেলায় ২ লাখ ৭ হাজার ভোটের মধ্যে ১ লাখ ২ হাজার ৯২৭ ভোট কাস্টিং হয়েছে। এদিকে জেলার আলফাডাঙ্গা উপজেলায় বানা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ব্যবসায়ী কাজী মনিরুল হক (মোটর সাইকেল) প্রতীক নিয়ে প্রথম বারেই ১৩৫৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে ১০৪২৯ ভোট পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় ১৪ চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ১২ এবং সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। যেখানে বোয়ালমারীতে ৭৮টি ও আলফাডাঙ্গা উপজেলায় ৪০টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রামানন্দ পাল জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টীম নিয়োজিত ছিলেন। নির্বাচনে পুলিশ, র্যাব ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করেছেন।