sliderস্থানীয়

উপজেলা নির্বাচনে হরিরামপুরে মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৯, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪

হরিরামপুর প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল হাসান রাজিব, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মোঃ সাদ্দাম হোসেন, আয়ারল্যান্ডের ডাবলিন শহর আওয়ামী লীগের উপদেষ্টা সামছুল ইসলাম, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ সেলিম মোল্লা, হরিরামপুর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোঃ আজিম খাঁন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তামজিদ উল্লা প্রধান লিল্টু, হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও বয়ড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান তুষার এবং নির্দলীয় রাকিব হাসান।

তন্মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল হাসান রাজিব ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ সেলিম মোল্লা সম্পর্কে পিতা-পুত্র।
তফসিল অনুযায়ী প্রথম ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ এপ্রিল।
মনোয়নপত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল।
মনোয়নপত্র প্রত্যাহারের তারিখ ২২ এপ্রিল।
প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল এবং ৮ মে ২০২৪ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button