slider
উপজেলা নির্বাচনে অনলাইন জরিপে বিপুল ভোটে এগিয়ে পান্নু খানের মোটরসাইকেল

মানিকগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন উপজেলা নির্বাচনে শিবালয়ের সবচেয়ে বড় অনলাইন গ্রুপ ‘শিবালয় ১৮৫০’ থেকে তৃতীয় বারের মতো চালানো জরিপে অনেক এগিয়ে পান্নুখান, দ্বিতীয় অবস্থানে রহিম খান, এবং তারপরেই জানু খান। দিন দিন পান্নুখান এর জনপ্রিয়তা বাড়ার কারন হিসেবে ধরে নেয়া হচ্ছে তার সততা, সাধারন জীবন যাপন এবং ক্লিন ইমেজ। আগামী ২১ তারিখ শিবালয় উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।