উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাদ্দামের প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রলীগের টিম

হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাদ্দাম হোসেনের প্রচারণায় নেমেছে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা। শনিবার বিকেলে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থণা করে জনসংযোগ করেছেন তারা। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আল-আমিন রহমান, রিপন মিয়া, শেখ সাঈদ আনোয়ার সিজার, আজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (হল সংসদ ভিপি) শহিদুল হক শিশির, ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সোলায়মান ইসলাম মুন্না, আনোয়ার হোসেন নাঈম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম সিফাত, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি এম এ সিফাদ কোরাইশি প্রমুখ ভোট প্রার্থনা করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক শিশির বলেন, আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সাদ্দাম হোসেনের পক্ষে ভোট প্রার্থনায় এসেছি আমরা। শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির ধারা চলমান সাদ্দামকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে হরিরামপুর এলাকাবাসী।’