উত্তর কোরিয়ার কয়লাবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অভিযোগে উত্তর কোরিয়ার একটি কয়লাবাহী জাহাজ জব্দ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবিসির খবরে বলা হয়, মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, জাহাজটিতে করে কয়লা পরিবহন করা হতো, যা উত্তর কোরিয়ার প্রধান রপ্তানি পণ্য। তবে দেশটির কয়লা রপ্তানির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।
এই প্রথমবারের মতো নিষেধাজ্ঞা লঙ্ঘন করার কারণে উত্তর কোরিয়ার কোনো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এমন সময় এই পদক্ষেপ নিয়েছে, যখন দুই দেশের মধ্যে সম্পর্ক ফের অবনতির দিকে যাচ্ছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র দুটি যথাক্রমে ৪২০ ও ২৭০ কিলোমিটার অতিক্রম করতে পারে।
উত্তর কোরিয়া গত পাঁচ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। এর আগে গত শনিবার দেশটি স্বল্পপাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে জাহাজ জব্দ করার কোনো যোগসূত্র নেই।