sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

উগান্ডায় অস্ত্র লুট করে জেল থেকে পালাল ২০০ বন্দি

উগান্ডার উত্তর-পূর্বাঞ্চলের একটি কারাগারে রক্ষীদের পিটিয়ে ১৫টি অস্ত্র লুট করে পালিয়ে গেছে দুইশ’র বেশি বন্দি।
বিবিসি জানায়, বন্দিদের ফিরিয়ে আনতে স্থানীয় শহরে অচলাবস্থা সৃষ্টি করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে পালিয়ে যাওয়া দুই বন্দী ক্রসফায়ারে নিহত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির সেনা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, উত্তর-পূর্বাঞ্চলীয় কারামোজার মরোটো শহরের সুরক্ষিত কারাগার থেকে বুধবার পালিয়ে যায় বন্দিরা।
প্রহরীদের পিটিয়ে কারাগারের প্রাচীর ভেঙে পালায় তারা। পালিয়ে যাওয়ার আগে কারারক্ষীদের থেকে একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ ছিনিয়ে নেয় বন্দিরা।
জানা গেছে, পালিয়ে যাওয়া বন্দিরা গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত। হত্যাকারী, ছিনতাকারী ও ধর্ষক রয়েছে তাদের মধ্যে।
পালিয়ে যাওয়া বন্দিদের আটকের ব্যাপারে উগান্ডায় বড় ধরনের অভিযান শুরু হয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার পর এ নিয়ে উগান্ডায় তৃতীয়বারের মতো জেল পালানোর ঘটনা ঘটাল বন্দিরা।
অঞ্চলটিতে গবাদি পশু কেন্দ্রিক সহিংসতা ও বিরোধের জন্য কুখ্যাত, যেখানে হরহামেশা অবৈধ অস্ত্র ব্যবহার হয়। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Back to top button