sliderস্থানীয়

উঁচু ব্রিজে সংযোগ সড়ক না থাকায় মানববন্ধন ও বিক্ষোভ

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শতবর্ষী পুরানো ৪টি সড়কের সংযোগ সড়ক নির্মাণের দাবিতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক আটকে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি। উপজেলার নৈকাঠি জোমাদ্দার বাড়ি এলাকার বেইলী ব্রিজ ভেঙে গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ব্রিজটি অতিরিক্ত উঁচু হওয়ায় অ্যাপ্রোচের ঢাল দু’পাশে এক কিলোমিটারেরও বেশি। এতে ব্রিজের উভয় পাশের বাসিন্দারের চলাচলের পথ আটকে গেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদের মুসল্লিদের জন্যও মূল সড়কের সাথে ব্রিজে ওঠার নেই কোন পথ। কর্তৃপক্ষের কাছে স্থানীয়রা দাবী জানালেই সোজা সাপ্টা উত্তর সিডিউলে/ডিজাইনে তা নাই। সড়ক ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জানান,“বাড়ির সামনে ভালোকিছু হলে কষ্ট তো করতেই হবে।”

এই পরিস্থিতিতে এলাকাবাসী বাধ্য হয়ে নির্মানাধীন ব্রিজের দু’পাশে ৪ টি সড়কের সংযোগ সড়ক নির্মাণের দাবিতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক আটকে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। রেববার বিকেলে সেতুর পশ্চিম পাশে পাঁচ শতাধিক নারী-পুরুষ ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করেন। এতে সড়কের দু’পাশে যাত্রীবাহি বাসসহ গাড়ি আটকে থাকায় ভোগান্তিতে পড়ে মানুষ। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মানিক জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা মীর মুনসুর আহম্মেদ, মজিবর সিকদার, মজিবর জোমাদ্দার, মনিরুজ্জামান টিপু প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলাধীন নৈকাঠী জমাদ্দার বাড়ির খালের উপরে উচু ব্রীজ নির্মাণের ফলে ব্রীজটির দু’পাশে চারটি রাস্তা বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কর্তৃপক্ষ ব্রিজের পশ্চিম পাশে একটি আন্ডার পাস দিলেও তার সংযোগ করেনি। পূর্ব পাশের বাসিন্দাদের মহাসড়কে যাতায়াতের কোন ব্যবস্থাই রাখা হয়নি। ফলে ৫ গ্রামের মানুষের স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাসপাতালসহ অনেক সেবামূলক প্রতিষ্ঠানে যাতায়াত বন্ধ রয়েছে। এতে ৫ হাজারেরও বেশি মানুষ চরম দুর্ভোগে পড়েছে। পূর্ব পাড়ের মহাসড়ক হতে তালুকদার বাড়ি জামে মসজিদ পর্যন্ত বাইপাস সড়কটির অনেক নিচু হওয়ায় মসজিদ সড়কটিতে ছোট যানবাহন ও মানুষ চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। সড়কটির সংযোগস্থলে মাটি দ্বারা উঁচু করে দ্রæত সংযোগ সড়ক নির্মাণ করার দাবি জানান তারা।

বর্তমানে রিকশা, ভ্যান ও অটো রিকসারও যাতায়াত বন্ধ রয়েছে। এলাকাবাসী মহাসড়কে উঠতে পারছে না। এই সংযোগ সড়কটির ২ পার্শ্বে কয়েক হাজার লোকের ঘনবসতি। সংযোগ সড়কটির মহাসড়কের সংযোগস্থলে মাটি দ্বারা উঁচু করে দ্রæত সড়ক নির্মাণ করার দাবি এলাকাবাসীর।
এবিষয়ে ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান বলেন,“নৈকাঠিতে নির্মাণাধীন গার্ডার ব্রিজের পশ্চিম পাশের আন্ডার পাস করে দেয়া হয়েছে। পূর্ব পাশের বাসিন্দারা ব্রিজের নীচ দিয়ে চলাচল করতে পারবে। সংযোগ সড়ক নির্মাণের বরাদ্দ আমাদের পরিকল্পনায় নেই। বাড়ির সামনে ভালো কিছু হলে তো কষ্ট করতেই হবে। আমাদের আর কিছু করার নাই।”

Related Articles

Leave a Reply

Back to top button