‘ঈদে কেনাকাটা না করে ওই টাকা দরিদ্রদের মাঝে দেব’

জনপ্রিয় মডেল ও উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা মূলত একজন ডাক্তার। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। এই তারকা সম্প্রতি সবাইকে করোনা থেকে সচেতন থাকার জন্য ভিডিওবার্তায় পরামর্শ প্রদান করেছেন। সেখানে নানা ধরনের দিক নির্দেশনাও তিনি দিয়েছেন। সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাবলি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
এদিকে শ্রাবণ্য সমাজের সামর্থ্যবান মানুষদেরকেও করোনায় অসহায় পড়া মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। দেশ রূপান্তরকে শ্রাবণ্য বলেন, ‘যারা সামর্থ্যবান তারা দু-চার মাস ঘরে বসে খেলেও হয়তো তেমন কিছু হবে না। কিন্তু একেবারে খেটে খাওয়া মানুষদের চলবে না। সে ক্ষেত্রে খুব কম পরিমাণ টাকা হলেও সামর্থ্য অনুযায়ী তাদের যেন হেল্প করা হয়। আমি নিজে বিদ্যানন্দ ফাউন্ডেশনে ডোনেট করেছি। আরও করব। সিদ্ধান্ত নিয়েছি এবার ঈদে কেনাকাটা না করে ওই টাকাটা দরিদ্রদের মাঝে দেব। আমার খুব খারাপ লেগেছে, খাবারের জন্য একজন ভ্যানচালক আত্মহত্যা করল। একটা মেয়ে মারা গেল। তো এগুলো শোনার পর বেশ খারাপ লাগছে। এমন আরও অনেক ঘটনা ঘটেছে। আপনি দেখেন, ন্যাচার বলেন বা সৃষ্টিকর্তা বলেন, যে যাই বলুক না কেন, সবাইকে কিন্তু প্রকৃতি ঘরে বন্দি করে রেখেছে। এর থেকে হয়তো একটা উপলব্ধি জন্মাতে পারে, মানুষ মানুষের জন্য। আমি বাঁচি আমার জন্য, আমার পরিবারের জন্য; ব্যাপারটা যেন তা না হয়, সেটা যেন সবার জন্য বাঁচা হয়।’