
পতাকা ডেস্ক: গতকাল ১৮ জুন মঙ্গলবার রাতে এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারেকের বাসায় যান। নেতৃবৃন্দ তারেকের পরিবারের সাথে কিছু সময় কাটান এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। নেতৃবৃন্দকে কাছে পেয়ে তার একমাত্র মেয়ে এবং স্ত্রী আবেগ আপ্লুত হয়ে পড়েন। এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয় এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় তারেকের স্ত্রী ও কন্যাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলে ছিলেন বিশিষ্ট অভিনেতা ও রংপুর মহানগর এবি পার্টির সদস্য সচিব এনামুল হক ও মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল।
খবর বিজ্ঞপ্তির।