sliderস্থানীয়

ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের সভাপতি আবু সুফিয়ান, সেক্রেটারি রাকিব

সোহেল রানা,সাভার: ঢাকা জেলা উত্তর শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সদস্যদের প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সুফিয়ান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আলমগীর হোসেন রাকিব।

বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় একটি মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখার সদস্যদের নিয়ে জরুরি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান এর নেতৃত্বে কাপ সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রাফি উপস্থিত ছিলেন।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে সকল সদস্যগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান সর্বাধিক ভোটপ্রাপ্ত আবু সুফিয়ানের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান শাখা সেক্রেটারি হিসেবে আলমগীর হোসেন রাকিবকে মনোনীত করেন এবং নাম ঘোষণা করেন।

সমাপনী সেশনে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান, ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসাইন, নায়েবে আমির মাওলানা কাজী আব্দুর রউফ, সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শাহাদাত হোসেন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার থানা শাখার আমির আব্দুল কাদের ও স্বর্ণকলি স্কুলের প্রতিষ্ঠাতা জামায়াত নেতা লুৎফর রহমান।
পরিশেষে, নবনির্বাচিত শাখা সভাপতি আবু সুফিয়ান দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button