মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁও কক্সবাজার : কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের নাপিত খালী বিটের জমি দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণের প্রতিযোগিতা চলছে। একটি প্রভাবশালী মহল ও স্থানীয় কতিপয় দালার তদবির কারকদের প্রত্যক্ষ সহযোগিতায় বনের জমিতে দিনে রাতে দখল প্রতিযোগিতায় মাঠে নেমেছে ওই অসাধু মহলটি।
পাকা বাড়ী নির্মাণের খবর পেয়ে বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সকালে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের এসি এফ পাহাড় এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নাপিত খালী বিট অফিস্যার গোলাম কবির বলছেন,রেঞ্জ কর্মকর্তার নির্দেশে রেঞ্জের স্টাফবৃন্দ, ভিলেজার ও সিপিজি সদস্যবৃন্দরা অভিযান চালিয়ে বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত বসতবাড়ী উচ্ছেদ কর বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।অবৈধ দখল থেকে বনের জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিশাল এ বন এলাকা দেখাশোনা ও পর্যবেক্ষণ করার জন্য পর্যাপ্ত জনবল না থাকায় দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে। সরকারি জমিতে ঘর নির্মাণ করেছে তাদেরকে মামলা দিয়ে দিয়েছি। অবৈধ দখলদারিদের উচ্ছেদ করে বনের জমি উদ্ধারের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ বাবুল।
অবৈধ জবরদখল উচ্ছেদের ঘটনায় বন কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার চিন্তা করেতে বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।