sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিন: ব্রিটিশ লেবার দল

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছে ব্রিটেনের বিরোধী লেবার দল। এছাড়া, এবারের সম্মেলনে দলের এক লাখ ৮৮ হাজার সদস্য ফিলিস্তিনকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখার পক্ষে মত দিয়েছেন।
লিভারপুলে গতকাল (মঙ্গলবার) দলের বার্ষিক সম্মেলেন শেষে লেবার দল এই আহ্বান জানায়। সম্মেলনে ফিলিস্তিন ইস্যু নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।
গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণ ইসরাইল-বিরোধী ‘মার্চ অব নোট রিটার্ন’ বিক্ষোভ করে আসছে এবং সে বিক্ষোভ দমন করতে ইসরাইল যেসব অস্ত্র ব্যবহার করছে তার মধ্যে ব্রিটিশ অস্ত্রও রয়েছে। ৩০ মার্চ থেকে ইসরাইলি সেনাদের হাতে এ পর্যন্ত নারী-শিশুসহ ১৮০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

লেবার দলের সম্মেলনে ফিলিস্তিনি পতাকাও দেখা যায়

গতকালের সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় লেবার দলের শ্যাডো পররাষ্ট্রমন্ত্রী এমিলি থর্নবেরি বলেন, লন্ডনকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, ফিলিস্তিনি নিরপরাধ জনগণের ওপর হামলা করতে ব্রিটিশ অস্ত্র ব্যবহৃত হচ্ছে না। লেবার দলের এই আহ্বান ও অবস্থানকে ব্রিটিশ সরকারের জন্য শক্ত বার্তা বলে মনে করা হচ্ছে।
তবে, ব্রিটেনে ইঞ্জিনিয়ারিংয়ের ফিলিস্তিনি অধ্যাপক কামাল হাওয়াশ তাতে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ার সম্ভাবনা একেবারেই কম। তিনি বলেন, ব্রিটিশ সরকার ইসরাইলের কাছে স্নাইপার রাইফেল বিক্রি করে এবং ইহুদিবাদী সেনারা সেই স্নাইপার রাইফেল দিয়ে ফিলিস্তিদের হত্যা করে।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Back to top button