sliderস্থানীয়

ইসকনের ব্যানারে সাম্প্রদায়িক দাঙ্গার পাঁয়তারা আওয়ামী দোসরদের :জোনায়েদ সাকি

ইসকনের ব্যানারে আওয়ামী দোসোররা দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংহতি আন্দোলন উদ্যোগে পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ শ্লোগানে গণসংলাপে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এতে আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান প্রমুখ।

সাকি বলেন, ‘স্বৈরাচার হাসিনা বিদেশীদের পায়ে ধরে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে নিয়ে এখন গভীর ষড়যন্ত্রে মেতেছে। রংপুরের বীর সন্তান আবু সাঈদ তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ১৬ বছরের ভয় ও ত্রাসের রাজত্ব ভেঙে দিয়েছে। মানুষকে উপহার দিয়েছে মুক্ত একটি দেশ। আওয়ামী সরকারের আমলে হওয়া সকল হত্যাকাণ্ডে বিচার করতে হবে।’

সাকি আরো বলেন, ‘দেশে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। এছাড়া ২৪-এর গণঅভ্যুত্থান বেহাত না করতেও ছাত্র-জনতাসহ সকলকে ঐক্যবদ্ধ শক্তি গড়ে তুলতে হবে।’

গণসংলাপে সংগঠনটির বিভাগের আট জেলার নেতাকর্মীরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Back to top button