slider
ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ২০ মে সোমবার দাউদকান্দি ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্কুলের সভাপতি এডভোকেট মাধুরি রায় এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্রীড়া এবং মেধা মননে এই প্রতিষ্ঠান জেলায় শীর্ষ স্থান দখল করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক। এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য রাবি উচ্চ বিদ্যালয় সদ্যপ্রকাশিত এসএসসি পরিক্ষায় ৪৩ জন এ+ পেয়ে উপজেলায় সেরা শিক্ষাঙ্গনের তালিকায় পৌঁছেছে।