ইরানের পার্লামেন্ট নির্বাচনে ভোট চলছে
ইরানে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পার্লামেন্ট নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে। আগে থেকেই ভোটের সব ধরণের প্রস্তুতি শেষ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। ভোট চলবে রাত ৮টা পর্যন্ত।
এবারের সংসদ নির্বাচনে ২৯০ আসনে ভোট হবে। নির্বাচনে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫৪ হাজার কেন্দ্রে ভোট হবে। এবারের নির্বাচনে ভোট দেবেন পাঁচ কোটি ৭৯ লাখ ১৮ হাজার ইরানি নাগরিক। এর মধ্যে নতুন ভোটার ২৯ লাখ ৩১ হাজার।
চার বছর পরপর ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮ বছর বা তার বেশি বয়সী সব নাগরিক ভোট দিতে পারেন। শুক্রবার সংসদ নির্বাচনের পাশাপাশি ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট হাসান রুহানি ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।