sliderআন্তর্জাতিক সংবাদ

ইরাক-ইরানে ভূমিকম্প : সবার আগে তুরস্কের ত্রাণ সহায়তা

ইরাক ও ইরানের সীমান্তে রোববারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রথমেই ত্রাণ নিয়ে এগিয়ে এলো তুরস্ক। ৭.৩ মাত্রায় ওই ভূমিকম্পে এ পর্যন্ত ২১১ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় আড়াই হাজার।
তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বেকির বুজডাগ বলেন, তুর্কির রেড ক্রিসেন্ট এর মাধ্যমে উত্তর ইরাকে শিগগিরই মোট ৩ হাজার তাঁবু, ৩ হাজার শীতবস্ত্র এবং খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করছেন।
তিনি আরো বলেন, দক্ষিণ-পূর্ব প্রদেশ মুস ও দিয়াবাকির প্রদেশ থেকে সরাসরি হাবুর সীমান্ত গেইট দিয়ে ৪ হাজারও বেশি শীতবস্ত্র পাঠানো হয়েছে।
তুর্কির পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, তুর্কির স্বাস্থ্য সংস্থা আফাদ এবং কিজিলায় সবসময় সাহায্যের জন্য প্রস্তুত।
পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসুগলু আরো টুইটারে জানান, ‘তুরস্ক ইরাকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে আছে এবং আমরা অনুসন্ধান ও উদ্ধার কর্মী এবং মানবিক সাহায্যের জন্য একটি দল পাঠাচ্ছি। আমরা আমাদের ইরাকি ভাই-বোনদের জন্য দোয়া করছি।’
উপ-প্রধানমন্ত্রী রিসেপ আকডাগ স্থানীয় ২৪ টিভিকে জানান, চিকিৎসা সহায়তা ও উদ্ধারকারী দলটি একটি মিলিটারি কার্গে বিমানে করে কয়েক ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে যাবে।
তিনি আরো বলেন, সিরনাক প্রদেশের সিলোপি জেলা থেকে আরেকটি দল রওয়ানা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আফাদ বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, তাদের ৩০ সদস্যের উদ্ধারকারী দলটি হাবুর সীমান্ত গেটে পৌঁছেছে।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী আহমেত দেমিরকান উত্তর ইরাকের জন্য সহায়তা ঘোষণা করেছেন।
আহমেত দেমিরকান জানান, ৩১৬ সদস্যের মেডিক্যাল উদ্ধারকারী দল (ইউএমকেই) এবং জরুরি কাজে নিয়োজিত দল উত্তর ইরাকের জন্য তৈরি হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ৪০টি অ্যাম্বুল্যান্স, ৪ হাজার ২০০ শয্যা এবং ২শ’ ১৭টি দ্রুত সেবা ইউনিট তুর্কির বিভিন্ন হাসপাতালে প্রস্তুত করে রেখেছি।
তুর্কি প্রথম দেশ যারা ইরাকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে আগে সহায়তার হাত বাড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button