sliderজাতীয়শিরোনাম

ইয়াংওয়ান চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ

বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে অবদানের স্বীকৃতিস্বরুপ কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেডে) পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব (অনারারি সিটিজেনশিপ) দিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সম্মাননা পেয়ে কিহাক সাং বলেন, সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।

১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রথমবারের মত বাংলাদেশে আসেন কিহাক সাং। সে সময় বাংলাদেশের পোশাকশিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। তখন থেকেই দেশের অর্থনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ শুরু হয়। বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, বৈদেশিক আয়ে রয়েছে তার বড় অবদান। চট্টগ্রামের আনোয়ারায় তিনি গড়ে তুলেছেন কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা কেইপিজেড। সেখানে তার ইয়াংওয়ানের ৪৮টি কারখানা রয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, ইয়াংওয়ান করপোরেশন ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ৮৬ কোটি ২৪ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে ৮০ কোটি ৬৪ লাখ ডলারের পোশাকপণ্য ছিল।

এবারের বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ এসে চট্টগ্রামের কোরীয় ইপিজেড ঘুরে দেখেন। এর পেছনে মূল ভূমিকা রাখেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং।

কোরীয়া বিনিয়োগকারীদের প্রতিনিধি দলটি মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতিও দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button