sliderউপমহাদেশশিরোনাম

ইমরান খান ও এস্টাবলিশমেন্টের মধ্যে দূরত্ব কমাতে প্রস্তুত পিটিআই

পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং এস্টাবলিশমেন্টের মাঝে দূরত্ব কমাতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দলটি। শনিবার (২৬ আগস্ট) পাকিস্তানি গণমাধ্যম দি নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পিপিআই চেয়ারম্যান ইমরান খান, ডেপুটি চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি ও প্রেসিডেন্ট পারভেজ এলাহিসহ দলের শীর্ষ নেতারা এখন কারান্তরীণ রয়েছেন। কেউ কেউ গা ঢাকা দিয়ে রয়েছেন। এমতাবস্থায় দলের সঙ্কট নিয়ে আলোচনায় বসেছে দ্বিতীয় স্তরের নেতারা। সেখানে তারা স্থির করেছে যে বর্তমানে দলের সাথে এস্টাবলিশমেন্টের সাথে যে দূরত্ব রয়েছে, তা থেকে বেরিয়ে আসা উচিৎ। অন্যথায় তারা দেশের জন্য কাজ করার সুযোগ পাবে না। সেজন্য তারা এস্টাবলিশমেন্ট ও ইমরান খানের মাঝে দূরত্ব কমিয়ে আনতে একমত হয়েছে।

সূত্র জানিয়েছে যে পিটিআই চায়, দলটির প্রতি এস্টাবলিশমেন্ট তাদের বর্তমান নীতির পুনর্বিবেচনা করুক। এর বিনিময়ে তারা ইমরান খানকে তার অবস্থান থেকে নমনীয় করার নিশ্চয়তা দেবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিনিয়র পিটিআই নেতা ও মুখপাত্র সাদাকাত আলী আব্বাসি দি নিউজকে বলেছেন, পিটিআই পাকিস্তান ও জনগণের স্বার্থে এস্টাবলিশমেন্ট ও ইমরান খানের মধ্যকার দূরত্ব কমাতে প্রস্তুত। বর্তমান পরিস্থিতিতে উভয়ের মধ্যকার মতপার্থক্য জাতীয় স্বার্থেই দূর করা উচিৎ।

এ সময় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যেকোনো জাতীয় সংলাপে অংশ নিতে পিটিআই প্রস্তুত বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, বর্তমান সাংবিধানিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে জাতীয় সংলাপ একান্ত প্রয়োজন। সেজন্য পিটিআই যেকোনো রাজনৈতিক দলের সাথেই সংলাপে বসতে দ্বিধা করবে না।

এদিকে, পিটিআইয়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দলের সাম্প্রতিক কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে যে তেহরিক-ই-ইনসাফ নেতারা যারা বর্তমানে আত্মগোপনে রয়েছেন, তাদের বেরিয়ে এসে মামলার মুখোমুখি হওয়া উচিত। অন্যথায় নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকবে না।

উল্লেখ্য, পিটিআই-এর কোর কমিটি ৯ মে-এর পর পুনর্গঠন করা হয়েছিল। তবে নতুন কোর কমিটির সদস্যদের নাম কখনই প্রকাশ করা হয়নি। গ্রেফতারের আগে ইমরান খান কোর কমিটিতে তাদের অন্তর্ভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে এর সদস্যদের নাম প্রকাশ না করার নির্দেশনা দিয়েছিলেন।

খান শাহ মেহমুদ কোরেশিসহ তার কোনো নেতাকে দলের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে মনোনীত করেননি। যৌথ সিদ্ধান্ত নেয়ার জন্য কোর কমিটির উপর দায়িত্ব ন্যস্ত করেছিলেন। এটা স্পষ্ট নয় যে পিটিআই কোর কমিটি ইমরান খান থেকে খান ও এস্টাবলিস্টমেন্টের মধ্যে সমঝোতার চেষ্টা করার অনুমোদন পেয়েছে কিনা।

সূত্র : দি নিউজ

Related Articles

Leave a Reply

Back to top button