sliderশিক্ষাশিরোনাম

ইবি ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ ছাত্রী স্থায়ী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলে নবীন শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় পাঁচ ছাত্রীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনে ২৬০ তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ২৬০ তম সিন্ডিকেট সভায় পাঁচজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, শাখা ছাত্রলীগের বহিষ্কৃতসহ সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী। অন্তরা বাদে বাকিরা ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সিন্ডিকেট সভায় ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ অন্য সিন্ডিকেট সদস্যরা।

Related Articles

Leave a Reply

Back to top button