sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম
ইন্দোনেশিয়ায় ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্ট নিষিদ্ধ
বিতর্কিত ও রাজনৈতিক প্রভাবশালী ইসলামপন্থি কট্টর গ্রুপ ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুজ এ ঘোষণা দিয়েছেন বুধবার। ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্ট ব্যাপকভাবে এফপিআই নামে পরিচিত। মন্ত্রী মাহফুজ বলেছেন, এই দলটিকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এফপিআইয়ের নেতৃত্ব দিচ্ছিলেন ইসলামিক নেতা রিজিক। তাকে ইন্দোনেশিয়ার রাজনীতিকে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। এ মাসের শুরুতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রী মাহফুজ বলেন, সরকার এফপিআইয়ের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। তারা কোনো কর্মকাণ্ড চালালে তা বন্ধ করবে সরকার। তাদের এখন আর কোনো আইনগত বৈধতা নেই।