sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইন্দোনেশিয়ায় ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্ট নিষিদ্ধ

বিতর্কিত ও রাজনৈতিক প্রভাবশালী ইসলামপন্থি কট্টর গ্রুপ ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুজ এ ঘোষণা দিয়েছেন বুধবার। ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্ট ব্যাপকভাবে এফপিআই নামে পরিচিত। মন্ত্রী মাহফুজ বলেছেন, এই দলটিকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এফপিআইয়ের নেতৃত্ব দিচ্ছিলেন ইসলামিক নেতা রিজিক। তাকে ইন্দোনেশিয়ার রাজনীতিকে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। এ মাসের শুরুতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রী মাহফুজ বলেন, সরকার এফপিআইয়ের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। তারা কোনো কর্মকাণ্ড চালালে তা বন্ধ করবে সরকার। তাদের এখন আর কোনো আইনগত বৈধতা নেই।

Related Articles

Leave a Reply

Back to top button