sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইন্দোনেশিয়ার বালিতে নৌযান বিস্ফোরণে ১৫ জন হতাহত

ইন্দোনেশিয়ার বালি ও লম্বোক দ্বীপপুঞ্জের সমুদ্র বন্দরে যাতায়াতকারী একটি দ্রুতগামী নৌযান বিস্ফোরণে এক বিদেশী নিহত ও অপর ১৪ যাত্রী আহত হয়েছে। এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। নৌযানটিতে ৩৫ আরোহী ছিল। এদের মধ্যে ৫ জন ক্রু।
অ্যাডজুসেন্ট সিনিয়র কমিশনার সুগেং সুদারসো বলেন, বালির পশ্চিমাঞ্চলীয় একটি বন্দর থেকে লম্বোকের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গিলি ত্রাওয়াঙ্গানা দ্বীপের উদ্দেশ্য রওয়ানা দেয়ার প্রায় ১০ মিনিট পর নৌযানটির ইঞ্জিনে আগুন ধরে যায়।
তিনি বলেন, দুর্ঘটনায় হতাহতদের বালির ডেনপাসার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ভয়াবহ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button