sliderস্থানীয়

ইন্দুরকানী প্রেসক্লাবের নতুন সভাপতি নাসির, সম্পাদক মনির

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মো: নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান খান নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।

নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ২৯ জন ভোটার ভোট দেন। নির্বাচনে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা চন্দন রায়।

নতুন সভাপতি মো: নাসির উদ্দিন দৈনিক নয়া দিগন্তের ইন্দুরকানী প্রতিনিধি। তিনি নির্বাচনে ১৭ ভোট পেয়ে জয়ী হন। দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো: মনিরুজ্জামান খান ১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি আলমগীর কবির মান্নু (দৈনিক খোলা কাগজ) ও জাকির হোসেন (দৈনিক পিরোজপুরের কথা), যুগ্ম সম্পাদক মারুফুল ইসলাম (দৈনিক আমাদের সময়), দফতর সম্পাদক মো: রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, সাহিত্য ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক মামুন হোসেন, সদস্য আহাদুল ইসলাম, এম আহসানুর ছগির, আল আমিন হোসেন, আজাদ হোসেন বাচ্চু ও কে এম শামীম রেজা।

Related Articles

Leave a Reply

Back to top button