
মোঃ নাছির উদ্দিন, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানিতে প্রতিপক্ষের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার সকালে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ইব্রাহিম সর্দার(৬০)ঢেপসা বুনিয়া গ্রামের ইসমাইল সরদারের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায় শুপারি পারাকে কেন্দ্র করে ঝগড়া শুরু হলে প্রতি পক্ষের লোক দেশীয় অস্ত্র বল্বব দিয়ে আঘাত করে,পরে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন,অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। আজ রবিবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।অভিযোগ সূত্রে জানা যায় শুপাড়ি পারাকে কেন্দ্র করে আজাহার আলী সরদারের ছেলে দুলাল সরদার ও বাবুল সরদার তাকে বল্বব দিয়ে আঘাত করে।এ ব্যাপারে জিজ্ঞেসা বাদের জন্য রহিমা বেগম (৫০), হনুফা বেগম (৪৫) ও নুরজাহান বেগম (৪০)কে ইন্দুরকানী থানায় আনা হয়েছে বলে জানান ইন্দুরকানি থানার ওসি মোঃ আল মামুন।