আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় কৃষি জমি থেকে ইট ভাটায় মাটি বিক্রি করা গর্তে পড়ে চার বছরের শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু উত্তরখামে গ্রামের ফয়সালের ছেলে আবরারুল হক(৪)।
আজ রবিবার বিকাল ৪:২০ মিনিটে উত্তরখামের গ্রামে এই ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া বলেন, আমি জানতে পারি, পানিতে পড়ে এক শিশুর মৃত্য হয়েছে।
নিহত শিশু দাদা মোস্তফা কামাল জানান, আজ দুপুর থেকে আবরারুল হককে খোজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাশের বাড়ীর মোশাররফের কৃষি জমির গর্তের পানিতে পাওয়া যায়। পরে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মোস্তফা কামাল বলেন, মোশাররফ ইটের ভাটায় জমি থেকে মাটি বিক্রি করায় জমিতে অনেক গভীর একটি গর্ত হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন স্থানে কৃষি জমি থেকে জমির শ্রেণি পরিবর্তন করে গর্ত ও পুকুর বানিয়ে মাটি বিক্রি করা হচ্ছে। এসবে দুর্ঘটনা বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার সোহেল রানা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে।