sliderস্থানীয়

ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের সমর্থনে তিতাসে সমাবেশ অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, সংশোধিত কুমিল্লা-১ নির্বাচনী এলাকা দাউদকান্দি- তিতাস থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যানের লক্ষ্যে আবারো আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। ১১ অক্টোবর বুধবার বিকেলে তিতাস উপজেলার দাস কান্দি স্কুল মাঠে আয়োজিত বিরাট জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। ইঞ্জিনিয়ার আব্দুস সবুর আরো বলেন, আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সকল নেতাকর্মী উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। দিনব্যাপি গনসংযোগ শেষে দাস কান্দিতে চমৎকার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
ভিটি কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এখলাস মুন্সির সভাপতিত্বে জনসমাবেশের সার্বিক তত্বাবধানে ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন পলাশ। তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মোঃ মজিবুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটনের প্রাণোজ্জোল সঞ্চালনায় বিশেষ অতিথি বৃন্দের মাঝে হামদর্দ ইউনিভার্সিটির ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়,বশিরুল আলম মিয়াজি,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সালেহ আহম্মেদ টুটুল,জেলা পরিষদের সাবেক সদস্য ও দাউদকান্দি উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল আক্তার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক তোফাজ্জল হোসেন ভুইঁয়া, সদস্য সচিব দেওয়ান মোঃ জাহাঙ্গীর আলম , দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহআলম শান্তি,কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য সচিব সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক ও সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,ভিটি কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল আহমেদ, কলা কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ বাহার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Back to top button