খেলা

ইউরো ফুটবল চ্যাম্পিয়নশীপ:জার্মানির চেয়ে স্পেনের সাফল্য বেশি

শুক্রবার প্যারিসে শুরু হতে যাচ্ছে ইউরো ২০১৬ ফুটবল চ্যাম্পিয়নশীপ। বিশ্বের অন্যতম এই ফুটবল আসরে জার্মানির চেয়ে স্পেনের সাফল্য অনেক বেশি। অথচ বিশ্বকাপে কিন্তু জার্মানির সাফল্য অনেক বেশি। প্রতি চার বছর অন্তর আয়োজিত এ টুর্নামেন্টের কিছু রেকর্ডের দিকে দৃষ্টি দেয়া যাক।  সব চেয়ে বেশিবার শিরোপা জয় : স্পেন- ১৯৬৪, ২০০৮, ২০০২, ২০১২: জার্মানি- ১৯৭২, ১৯৮০, ১৯৯৬ সবচেয়ে বেশি গোলের ফাইনাল: ২০১২- স্পেন ৪ (সিলভা, আলবা, টোরেস, মাতা) ইতালি ০ সবচেয়ে বেশি গোলের ম্যাচ: ১৯৬০ন সেমিফাইনাল যুগোস্লাভিয়া ৫(গালিচ, জেনেটিক, কেঞ্জ, জার্কোভিচ ২) ফ্রান্স৪(ভিন্সেন্ট, হিউতে ২, উইসনিয়েস্কি)। এক আসরে সবচেয়ে বেশি গোল: ২০০-৮৫ গোল ৩১ ম্যাচে। প্রতি ম্যাচে গড় গোল ২.৭৪ এক আসরে সবচেয়ে বেশি গোল করা দেশ: ফ্রন্স(১৯৮৪) ৫ ম্যাচে ১৪ গোল। এক আসরে সেরা রক্ষনাত্মক দল: স্পেন(২০১২), ৬ ম্যাচে ১ গোল হজম। টুর্নামেন্ট সবচেয়ে দ্রুত গোল: ৬৮ সেকেন্ড- ২০০৪ সালে গ্রীসের বিপক্ষে রাশিয়ার হয়ে গোলটি করেছিলেন দিমিদ্রি কিরিচেনকো। এক টুর্নামেন্টে ব্যক্তিগ সর্বোচ্চ গোল: মিশেল প্লাতিনি(ফ্রান্স) ৯ গোল(১৯৮৪)। ইউরো টুর্নামেন্টে গোলদাতারা: ৯ গোল মিশেল প্লাতিনি(ফ্রান্স) ৭ গোল এলান শিয়ারার(ইংল্যান্ড) ৬ গোল: নুনো গোমেজ(পর্তুগাল), থিয়েরি অঁরি(ফ্রান্স), জøাটান ইব্রাহিমোািভচ(সুইডেন), প্যাট্রিক ক্লউভার্ট(হল্যান্ড), রুড ভ্যান নিস্তেলরয়(হল্যান্ড), ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগাল। সব চেয়ে বেশি ম্যাচে অংশ নেয়া খেলোয়াড়: ১৬- এডুই ভ্যান ডার সার(হল্যান্ড), লিলিয়ান থুরাম(ফ্রান্স) ১৪-ইকার ক্যাসিয়ান(স্পেন), লুইস ফিগো(পর্তুগাল), নুনো গোসেজ(পর্তুগাল), ফিলিপ লাম(জার্মানি), ক্যারেল পোবোর্স্কি(চেক প্রজাতন্ত্র), ক্রিস্টিয়ানো রোনাল্ডো(পর্তুগাল), জিনেদিন জিদান(ফ্রান্স)। সর্বাধিক ফাইনালে অংশ নেয়া খেলোয়াড়: জার্মানির রেইনারবনহফ। ১৯৭২, ১৯৭৬ এবং ১৯৮০ ফাইনাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button