sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরতে চায় ব্রিটেন

ব্রিটেন আবার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরতে চায় বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠান শুরুর আগে এ কথা জানান তিনি।
মেরকেল বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে তার কাছে ইউরোপীয় ইউনিয়নের ‘পূর্ণ সদস্য’ হতে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এটাকে একটি ‘আশাব্যঞ্জক বার্তা’ বলে অভিহিত করেন জার্মান চ্যান্সেলর।
তিনি জানান, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলেও কাজের সম্পর্কের দিক থেকে ব্রিটেন এখনও ইইউ’র প্রধান সহযোগী।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ব্রিটেনের উচিত হবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে চলা। নইলে এর পরিণাম ভয়াবহ হবে বলে মন্তব্য করেন তিনি। ওলাঁদ বলেন, ইইউতে ব্রিটেনের ফিরে আসার ব্যাপারটি তাদের জনগণের হাতেই নির্ভর করে। তবে তারা ফিরে আসলে আমরা খুশি হবো।
উল্লেখ্য, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের প্রথম দিন ছিলো বৃহস্পতিবার। এ দিন প্রথমবারের মতো ইইউ’র কোনো সম্মেলনে অংশগ্রহণ করেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে।
সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অভিবাসীর প্রবেশের বিষয়ে আলাপ-আলোচনা হয়। আগামী দিনগুলোতে অভিবাসী প্রবেশের ক্ষেত্রে সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি নিয়ে আলোচনা করেন তারা। এছাড়া বিভিন্ন দেশগুলোতে থাকা ক্ষণস্থায়ী চেকপোস্টগুলো সরিয়ে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে সম্মেলনে।

Related Articles

Leave a Reply

Back to top button