sliderস্থানীয়

ইউপি সদস্যসহ ২০ আসামি গ্রেপ্তারের দাবিতে রাজাপুরে মানববন্ধন

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের নারিকেলবাড়িয়া ক্লাব এলাকার দিনমজুর বৃদ্ধ বাবুল মৃধার বসতঘরে ভাংচুর, মালামাল লুট পাট, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কে উপজেলার নারিকেল বাড়িয়া ক্লাব এলাকায় ঘন্টাব্যাপী এ মানববনাধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম রেজোয়ান, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান জাকির, তামান্না, ইরানি বেগম, মোঃ মিজান রহমান মৃধা, সুজন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, অভিযুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছে। অথচ মামলার চারদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মামলায় অভিযুক্ত কোন আসামি গ্রেপ্তার করেনি পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য সোবাহান ও তার ছেলে তৌহিদুল ইসলাম চাঁন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বাহিনী দিয়ে এলাকায় এমন অপকর্ম নেই তারা করে না। তাদের হাতে এলাকার একাধিক ব্যক্তি হামলার শিকার হয়েছে। তাই এদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরর দাবি জানান বক্তারা। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আসামীদের না পাইলে ধরবো কিভাবে? মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেস্টা অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button