sliderস্থানীয়

ইউনিয়ন বিএনপির সভাপতিকে জেলা কৃষকদল নেতার লিগ্যাল নোটিশ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খান চাঁনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ জারি করেছেন বিএনপির অঙ্গ সংগঠন জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান সোহাগ।

১ ডিসেম্বর (রোববার) তিনি এ লিগ্যাল নোটিশ ডাক যোগে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলে জানা যায়।
লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ রকিব হাসান সোহাগের বিরুদ্ধে মানববন্ধনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সম্পৃক্ততা নিয়ে এক মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেন। যা রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত ও হেয় করা হয়েছে। এর প্রতিবাদে জেলা কৃষক দল নেতা রকিবুল হাসান সোহাগ মানিকগঞ্জ জজকোর্টের এডভোকেট মো. হাসিবুল ইসলামের মাধ্যমে তার দেয়া মিথ্যা ও বানোয়াট বক্তব্যকে প্রত্যাহারের বিষয়টি উল্লেখ করেন। লিগ্যাল নোটিশে আরও উল্লেখ করা হয়, নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ওই ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে মানহানির জন্য আাইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম খান চাঁন এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, আমি এখনও লিগ্যাল নোটিশ পাইনি। নোটিশ পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নিব। তবে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে ওরা জড়িত নয় বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Back to top button