ইংল্যান্ডের পথে মুস্তাফিজ

অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আজ বুধবার বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে সকাল ১০টা ১০ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। ১১ ঘণ্টা ভ্রমণের পর স্থানীয় সময় বিকেল ৩টায় যেখানে পৌঁছানোর কথা।
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলবেন তিনি।
কাউন্টি খেলার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মুস্তাফিজ মুখোমুখি হন গণমাধ্যমকর্মীদের। এ সময় তিনি বলেন, ‘শুধু ব্যাটিং, বোলিং, ফিল্ডিংই নয়, একজন খেলোয়াড়ের অনেক কিছুই শেখার আছে। আমি সবকিছুই ভালোভাবে শেখার চেষ্টা করবো। আজ আমি যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
গত ১৫ জুলাই সাসেক্সের হয়ে মাঠে নামার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু ভিসা প্রক্রিয়ার জটিলতায় কারণে তা সম্ভব হয়নি। সকল প্রক্রিয়া শেষে তিনি ভিসা পেয়েছেন গত ১৯ জুলাই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ জুলাই মুস্তাফিজ সাসেক্সের হয়ে মাঠে নামবেন।