হানিফ খান, দাউদকান্দি, কুমিল্লা : জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে “ইংরেজী রচনা লেখা ” প্রতিযোগীতায় অংশ গ্রহন করে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন কুমিল্লার হোমনার “হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়”র ১০ম শ্রেণির শিক্ষার্থী রিফাত-নুর তানিম। গেলো ২৩ মে ২০২২ সোমবার এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন তিনি। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্মেষন ২০২২ ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে গতকাল সোমবার পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুস ফারুকী ও জেলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। জেলা শিক্ষা অফিসের আয়োজনে, জেলা স্কুল প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সুত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ খ্রী. উপলক্ষে অনির্ধারিত বিষয়ের ওপর তাৎক্ষণিকভাবে “ইংরেজি রচনা লেখা” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে অন্যদের মধ্যে “হোমনা সরকারী উচ্চ বিদ্যালয়ে”র দশম শ্রেণীর শিক্ষার্থী রিফাত নূর তানিম অংশ গ্রহন করে প্রথম স্থান অধিকার করে এবং এর আগে উপজেলা পর্যায়েও ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তথ্যটি নিশ্চিত করেন সাংবাদিকদের। এদিকে রিফাত নুর তানিমের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পরবর্তীতে বিভাগীয় পর্যায়েও অংশগ্রহন করবেন বলে তার পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. কামাল উদ্দিন এই প্রতিবেদককে নিশ্চিত করেন। তিনি সকলের নিকট দোয়া চেয়ে বলেন, বিভাগ ও জাতীয় পর্যায়েও যেনো উত্তীর্ণের এ ধারা অব্যাহত রেখে নিজের পরিবার ও বিদ্যালয়সহ নিজ উপজেলার সম্মান বৃদ্ধি করতে পারে সে জন্য সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। তানিমের জন্য পরিবারের পাশাপাশি শিক্ষক মন্ডলীও সকলের নিকট দোয়া কামনা করেন। রিফাত-নুর তানিম হোমনা ডক্টরস হসপিটালের পরিচালক ও উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে। রিফাত-নুর তানিম হোমনা পৌরসভার ৪ নং পশ্চিম শ্রীমদ্দিসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালে অনুষ্ঠিত পিইসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়ে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি হন। পরে করোনা কালীন কারনে জেএসসিতে অটোপাশ প্রোমোশন পেয়ে বর্তমানে সে ১০ম শ্রেনীতে অধ্যায়ন করছেন। তানিম ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থী। সর্বময় সফলতার জন্য সকলের নিকট সে দোয়া প্রার্থী।