sliderস্থানিয়

ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় সরকারি বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম মাধ্যমিক পর্যায়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বোয়ালমারী সরকারি বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়।

সোমবার (২৭.১০.২৫) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা এবং সম্মেলন কক্ষের বাইরে এ উৎসবের আয়োজন করা হয়। ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল এবং বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এসব প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন।

বিতর্ক প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বিজয়ী ও বিজিতদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন। এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীরও প্রশংসা করেন। তিনি বলেন, বিতর্ক শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। শিক্ষার্থীদের সৃজনশীল ও নেতৃত্বগুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। এরকম কার্যক্রমের মাধ্যমেই আলোকিত মানুষ তৈরি হবে। আমরা শুধু মেধাবি মানুষ চাইনা। আমরা আলোকিত এবং মানবিক মানুষ চাই। যারা দেশের এবং জনগণের সেবা করবে। আজকের এই ছেলে-মেয়েরা পারফরমেন্স দেখিয়েছে, তারা অনেক দূর  যাবে। এরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। আজকে বোয়ালমারীতে যে কার্যক্রম সেটা একটা মডেল এবং এই মডেলে আমি ফরিদপুর জেলাকে গড়ে তুলতে চাই। পুরষ্কার বিতরণ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা, ডিজিটাল হাজিরা, আধুনিক ডাস্টবিনসহ নানা প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, কৃষি কর্মকর্তা আলভীর রহমান,

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান। বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি রাজেন্দ্র কলেজের প্রভাষক কামাল উদ্দীন এবং সরকারি ইয়াছিন কলেজের প্রভাষক মনির হোসেন।

উল্লেখ্য উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি দল নিয়ে গত ১৩ অক্টোবর দুটি ভেনুতে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। সোমবার গ্রান্ড ফাইনালের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হয়। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button