নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. হানিফের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় নোযাখালী জিলা স্কুল মাঠে জেলা প্রশাসনের গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পন শেষে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় কোট মসজিদ কবরস্থানে জাতীয় নেতা আবদুল মালেক উকিলের পাশে মরহুমের মরদেহ দাফন করা হয়।
জানাযায় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী,মামুনুর রশিদ কিরন,মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর বৃহত্তর নোয়াখালীর কমান্ডার মাহমুদুর রহমান বেলায়েত, জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের লোকজন অংশ নেয়।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. হানিফ (৮২) বার্ধক্যজনিত কারণে শনিবার ১১টায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে নোয়াখালী জেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। বর্ষীয়ান রাজনীতিবিদের ইন্তেকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সমবেদনা জানিয়েছেন।