আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স

বিগ ম্যাচে পিছিয়ে পড়েও কিভাবে ফিরে আসতে হয় তাই আরেকবার দেখালো ফ্রান্স। রোববার ইউরোর শেষ ষোলর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছে স্বাগতিকরা। অ্যান্টনি গ্রিজম্যানের জোড়া গোলে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জিদান-অঁরির উত্তরসূরীরা।
এদিন ম্যাচের ৭৫ সেকেন্ডের সময় আয়ারল্যান্ডের লংকে ফেলে দেন ফ্রান্সের পগবা। পেনাল্টি থেকে গোল আদায় করে নেন রবি বার্ডি। ফলে খেলার দ্বিতীয় মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় আইরিশরা।
পড়ে একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স। তবে প্রথমার্ধে কোন বল জড়াতে পারেনি আইরিশদে জালে। বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে সাঙ্গার ক্রস থেকে পাওয়া বল দুর্দান্ত এক হেডে গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা অ্যান্টনি গ্রিজম্যান । আর এর চার মিনিটের মাথায় জোড়া গোল পূর্ণ করেন গ্রিজম্যান।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আইরিশরা। দাপটের সাথেই ম্যাচের বাকি সময়টুকু পার করেছে ফরাসিরা। আয়াল্যান্ডের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়ে ইউরোতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স।