sliderস্থানীয়

আহত সাংবাদিক মুকিম উদ্দিনের পাশে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি

সুনামগঞ্জ প্রতিনিধ : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কর্মরত সাংবাদিক মুকিম উদ্দিন মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছেন। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহনের পর বর্তমানে অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। আহত সাংবাদিক মুকিম উদ্দিনের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি। সাংবাদিক মুকিম উদ্দিন গুরুতর আহত খবর পেয়ে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুনজুর রহমান সার্বক্ষনিক খোজ খবর সহ তার চিকিৎসার ব্যবস্থা গ্রহনে কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সদস্যদের সাথে যোগাযোগ করছেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গত শুক্রবার (৬ অক্টোবর) এবিষয়ে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নিয়ে এক ভার্চুয়ালী  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন ছানুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সকল সদস্যবৃন্দের সম্মতিক্ষমে আহত সাংবাদিক মুকিম উদ্দিনকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আহত সাংবাদিক মুকিম উদ্দিনের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখায় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুনজুর রহমানকে ধন্যবাদ জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button