sliderস্থানীয়

আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলা’, ঝালকাঠিতে প্রস্তুত ৫৯টি আশ্রয়কেন্দ্র

ঝালকাঠি প্রতিনিধি : ঘূর্ণিঝড় মিধিলা’র আঘাত এবং জলোচ্ছাসের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় ৭টি কন্ট্রোলরুম, ৫৯ আশ্রয় কেন্দ্র, ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৩টি উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ ৩ লাখ ২৩ হাজার টাকা এবং ৩৫০ মেট্রিক টন ত্রানের চাল বিতরণের জন্য মওজুদ আছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button