sliderস্থানীয়

আশুলিয়া রিপোটার্স ক্লাবের নতুন কমিটি ! সভাপতি শাহ আলম সম্পাদক মানু

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন আশুলিয়া রিপোটার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহ আলম ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার নুর আলম সিদ্দিকী মানু মনোনীত হয়েছেন।
শনিবার (২ জুলাই ) দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সাধারণ সভায় ১৭ সদস্য বিশিষ্ট নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণাকালে অন্যান্যদের মধ্যে রিপোটার্স ক্লাবের প্রায় অর্ধশতাধিক সদস্যসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও নাগরিক সমাজের দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
আগামী দুই বছরের জন্য অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে নিজাম উদ্দিন, শাকিল আহমেদ, নাসিম খান । যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন শাকিল আহমেদ সুজন, জহিরুল ইসলাম হাসান। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম প্রধান, অর্থ সম্পাদক পদে রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, সমাজকল্যাণ সম্পাদক পদে নেছার উদ্দিন খান , দপ্তর সম্পাদক পদে নুরে আলম জিকু, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক পদে সুচিত্রা রায় ও নির্বাহী কমিটির সাধারণ সদস্য হিসেবে মনির হোসেন, বাবুল হোসেনসহ শামীম হোসেন মনোনীত হয়েছেন ।

Related Articles

Leave a Reply

Back to top button