sliderবিনোদন

আশিকি-র পরেই উদ্বেগের শিকার হয়েছিলেন শ্রদ্ধা

কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন শ্রদ্ধা কাপুর। স্ত্রী, ছিছোরে ও সাহো, এই তিনটি ছবিই বক্স অফিসে ভাল কাজ করেছে। স্ত্রী ও ছিছোরে ছবিতে শ্রদ্ধার অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে। কিন্তু এক সময়ে উদ্বেগের শিকার হয়েছিলেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি।
আশিকি ২ ছবির ঠিক পরেই অ্যানজাইটি জাঁকিয়ে বসেছিল শ্রদ্ধার উপরে। নিজেই জানিয়েছেন অভিনেত্রী। জীবনের সেই সময়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। শ্রদ্ধা বলছেন, আমি জানতাম না উদ্বেগ বা অ্য়ানজাইটি বিষয়টা ঠিক কেমন। আশিকির ঠিক পরেই অ্যানজাইটির শিকার হই আমি। আমার শরীরে কিছু সমস্যা হতো। এক অদ্ভুত ব্যথা হতো। কিন্তু সমস্ত রকমের পরীক্ষা করিয়েও কিছুই সমস্যা পাওয়া যায়নি রিপোর্টে। ব্যাপারটা অদ্ভুত কারণ আমি বুঝতে পারছিলাম না ব্যথাটা ঠিক কেন হচ্ছে। তার পরেই নিজেকেই জিজ্ঞাসা করতে থাকি, ব্যথাটা ঠিক কেন হচ্ছে!
এভাবেই ধীরে ধীরে বুঝতে পারেন, তিনি অ্যানজাইটির শিকার। শ্রদ্ধা জানান এখনও মাঝে মাঝে অ্যানজাইটির চেপে ধরে তাঁকে। কিন্তু এখন তিনি জানেন বিষয়টির সঙ্গে কী ভাবে বোঝাপড়া করতে হয়। কোলকাতা ২৪X৭।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button