sliderস্থানীয়

আশার আলো গ্রন্থের মোড়ক উন্মোচন ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার শ্রীচাইল মোহাম্মদ পুর ইসলামিয়া আলিম মাদরাসায় তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা, আলিম পরিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও আলোর দিশারী গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। ২১ আগষ্ট সোমবার সকাল সাড়ে দশটায় মাদরাসা মিলনায়তনে অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা সভাপতি অধ্যাপক এসএম জাকির হোসেন। উপাধ্যক্ষ মোঃ নুরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাতা সদস্য আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন ভুইঁয়া, বিদায়ী শিক্ষক মোঃ লোকমান হোসেন মাস্টার, মনিরুজ্জামান ঢালি,গভর্নিং বডির সদস্য মোঃ জহিরুল ইসলাম, অতিথি আবু তাহের ভুঁইয়া, শিক্ষক বৃন্দ শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, আবদুর রহমান ও আলিম পরিক্ষার্থী দ্বীন ইসলাম প্রমুখ। বিদায়ী শিক্ষক আবুল আসাদ রজ্জব আলীর উপহার সামগ্রী তাঁর নিকটজন গ্রহণ করেন। পরে মাদরাসার ইতিহাস ঐতিহ্যের উপর প্রকাশিত আলোর দিশারী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ। সর্বশেষ শিক্ষার্থী সহ ইহকাল ও পরকালের সকলের মঙ্গল কামনা করে মুনাজাত করেন অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ।

Related Articles

Leave a Reply

Back to top button