sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম
আল আকসাকে রক্ষা করব, ইসরাইলের নিষেধাজ্ঞার পর গ্রান্ড ইমাম
জেরুজালেমের গ্রান্ড মুফতি ও আল আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরাইল।
আরো চার মাসের জন্য তাকে আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
শেখ একরিমা সাবরি তুর্কি সংবাদ সংস্থা আনাদলুকে বলেন, ‘বৃহস্পতিবার ইসরাইলি পু্লিশ আমার বাড়িতে হানা দেয়। এরপর আমার হাতে চার মাস আল আকসায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞার আদেশ ধরিয়ে দেয়।’
তিনি বলেন, ‘এটা ইসরাইলি দখলদারের একটি চরিত্র। এটি প্রার্থনার স্বাধীনতা ও ইসরাইলের গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার বিরোধিতা করে আসছে। তবে আমরা আল আকসার সঙ্গে থাকব এবং আমরা আল আকসাকে রক্ষা করব।’
ইসরাইলি কর্তৃপক্ষ শেখ সাবরির বিরুদ্ধে আল আকসায় উস্কানির অভিযোগ এনেছিল।