sliderস্থানীয়

আ’লীগ বন্ধুত্বের নামে ক্রীতদাসের মতো ব্যবহার করেছে : জি এম কাদের

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা জি এম কাদের এমপি বলেছেন, ‘জোটের রাজনীতিতে আওয়ামী লীগ বন্ধুত্বের নামে জাতীয় পার্টিকে দাস বানানোর চেষ্টা করেছে। ক্রীতদাসের মতো ব্যবহার করেছে, হুকুম করেছে।’

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের অভিযোগ করে বলেন, ‘অ্যালায়েন্স মানে বন্ধুত্ব। রাজনীতিতে জাতীয় পার্টি বন্ধুত্ব করবে কিন্তু কারো দাসত্ব করবে না। আওয়ামী লীগ বন্ধুত্বের নামে আমাদেরকে দাস বানানোর চেষ্টা করছে। তারা আমাদেরকে ক্রীতদাসের মতো ব্যবহার করেছে। তারা আমাদেরকে শুধু হুকুম করেছে। কোনো সুযোগ সুবিধা দেয়নি। আমাদেরকে কোনো বরাদ্দ দেয়নি। কোনো সম্মান দেয়নি।’

তিনি বলেন, ‘আমরা সম্মানের জন্য রাজনীতি করি। আমরা আর এমন কারো সাথে বন্ধুত্ব করবো না, যেখানে আমরা সম্মানের সাথে তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। আমাদের মতামত তাদের সাথে শুনতে হবে। তাহলে আমরা তাদের মতামত শুনবো। এমন না হলে আমরা কারো সাথে রাজনীতিতে বন্ধুত্ব করবো না।’

জিএম কাদের আরো বলেন, ‘সামনে রমজান মাস। সরকার ও দলীয় সিন্ডিকেটে পণ্যের দাম দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এর সকল দায় সরকারের। মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আদিলুর রহমান আদিল এমপি, মহানগর সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, জেলা যুগ্ম-আহ্বায়ক শাফিউল ইসলাম শাফি, জেলা যুব-সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর যুব-সংহতি সভাপতি শাহীন হোসেন জাকির, মহানগর ছাত্র সমাজ সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ, জেলা ছাত্র সমাজ সভাপতি আরিফুর রহমান, মহানগর ছাত্র সমাজ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Related Articles

Leave a Reply

Back to top button