sliderস্থানীয়

আলফাডাঙ্গায় বিদ্যুতের খুঁটির নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলার বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বাবুল মোল্যা একই উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা মধ্যপাড়া এলাকার মৃত. শুকুর মোল্যার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় বিদ্যুৎ কর্তৃপক্ষ থানায় মামলা করেছেন।

থানা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামের কামাল মোল্যার বাড়ির সামনের সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির নিচে বৃহস্পতিবার সকালে এক যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাবুল মোল্যার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ সময় মৃত ব্যক্তির ডান হাতে বৈদ্যুতিক শকের চিহ্ন পাওয়া যায়। পুলিশের ধারণা, বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় বৈদ্যুতিক শক খেয়েই তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ থানায় মামলা করেছেন। মামলা নম্বর- ১১।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব জোনাল অফিসের এজিএম প্রকৌশলী ফাহিম হোসেন ইভান বলেন, “একটি চক্র বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে চলেছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. হাবিল হোসেন জানান, ওই ব্যক্তি দিন মজুরির পাশাপাশি চুরি করতেন। ওই ব্যক্তির লাশ রাস্তার পাশে যেখানে পড়ে ছিল সেখানে পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল। ধারনা করা হচ্ছে ওই ব্যক্তি তার সহযোগীদের নিয়ে ওই বৈদ্যুতিক ট্রান্সফরমারটি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button