
তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খোকন খান (৫০) নামে এক সৌদি প্রবাসী নিহতের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আলফাডাঙ্গা উপজেলা গোপালপুর সড়কের নওয়াপাড়া গ্রামে মোমর গেইটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গোপালপুর ইউনিয়নের গোপালপুর পুর্বপাড়ার মৃত তবিবুর রহমানের ছেলে
থানা ও এলাকা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা সৌদি প্রবাসী খোকন খান (৫০) ও তার জামাতা সুমন শেখ (২৮) পৌর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তারা গোপালপুর সড়ক হয়ে নওয়াপাড়া মোমর গেটের সামনে পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে খোকন খান (৫০) ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় জামাতা সুমন শেখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও অপরজন আহত হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।