sliderখেলা

আরেকটি কীর্তি গড়লেন মেসি

গত নভেম্বরে সর্বশেষ লড়াইয়ে নেমেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগার প্রথম পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। দীর্ঘদিন পর আবার লড়াইয়ে নামে লিগের অন্যতম সেরা দুই দল। এ লড়াইয়ে দারুণ জয় পেয়েছে মেসির দল। জিতেছে ২-০ গোলে।
গতকাল শনিবার রাতে নিজেদের মাঠে বার্সেলোনা এই দরুণ জয় পায় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের অসাধারণ সাফল্যে। দলকে এই সাফল্যে এনে দারুণ একটি রেকর্ড গড়েছেন মেসি। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সর্বোচ্চ জয়ের রেকর্ড ভাঙলেন মেসি। লা লিগায় নিজের ৩৩৫তম জয় নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক।
ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। যদিও গোলের দেখা পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাদের। ৮৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। আসরে এটি তাঁর ২০তম গোল।
ঠিক পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ডি-বক্সে বল নিয়ে আর্জেন্টিনা অধিনায়ক বাঁ পায়ের নিচু শটে জালে জড়ান বল। মৌসুমে সব প্রতিযোগিতা মিলে এটি তাঁর ৪৩তম গোল।
এই জয়ে ৩১ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৭৩ পয়েন্ট। তারা ২২ ম্যাচে জিতেছে ও সাত ম্যাচে ড্র করে। আর অ্যাতলেটিকোর সংগ্রহ ৬২ পয়েন্ট।
দিনের আরেক ম্যাচে করিম বেনজেমার জোড়া গোলে এইবারকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। আছে তৃতীয় স্থানে।
রেকর্ড গড়ায় মেসিকে অভিনন্দন জানিয়ে ক্যাসিয়াস বলেন, ‘মেসি সব সময় অসাধারণ। স্বীকৃতিটা তাঁর প্রাপ্য। তবে রেকর্ডটা রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড় করলে আমার ভালো লাগত। কিন্তু এমন রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য।’

Related Articles

Leave a Reply

Back to top button