sliderস্থানীয়

আরিচায় ড্রেজিং পাইপে আগুন

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরি ঘাট এলাকায় বিআইডব্লিউটিএর ড্রেজিং মেশিনের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটায় বিআইডব্লিউটি এর ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে।
একঘণ্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

বিআইডব্লিউটিএর ওয়াচম্যান তোতা মিয়া জানান, লোকজনের চিৎকারে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন লেগেছে দেখতে পাই। এই পাইপগুলো ড্রেজিং এর কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তূপ করে রাখা ছিল। এ সময় ২০ থেকে ২৫টি পাইপে আগুন লাগে। কোথা থেকে কিভাবে আগুন সূত্রপাত হয়েছে বিষয়টি
এখনো বুঝতে পারছি না।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট তিন ইউনিট কাজ করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আগুনের সূত্রপাতের বিষয় এখনো কিছু বোঝা যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Back to top button