sliderশিরোনামসুস্থ থাকুন
আরও ৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের সবাই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে ঢাকার বাইরে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৯৭ জন।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৮৭ জন। এছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১০৫ জন ও ঢাকার বাইরে চারজন। এ বছর ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।