sliderস্থানীয়

আম বাগান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ার এক আম বাগান থেকে মাহফুজ আহমেদ (২০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুজ উপজেলার চকগোয়াস এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। বৃহ¯পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার জামনগর দেবনগর এলাকার এক আম বাগান থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, বৃহ¯পতিবার সকালে উপজেলার জামনগর এলাকার দেবনগর এলাকার একটি আম বাগানে এক অটোরিকশা চালকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথায় রক্তাক্ত অবস্থায় মাহফুজের মরদেহ উদ্ধার করে। তারপর পুলিশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। পুলিশ এ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছেন বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button